এক নতুন বছরের সূচনার পথে চলেছি আমরা। ১৪২৬ সনকে বিদায় জানিয়ে বাঙালি বরণ করে নেবে ১৪২৭ সনকে। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ই এপ্রিল এপ্রিল পয়লা বৈশাখ বা নববর্ষ পালিত হয়। সেইমতোই এবছর নববর্ষ পালিত হতে চলেছে ১৪ এপ্রিল। তবে এই বছরটা একটু ভিন্ন। দুঃখ-কষ্ট, মনের সমস্ত গ্লানি ভুলে এগিয়ে যাবার সময় এসেছে। করোনা ভাইরাসের কবলে পড়ে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জনজীবন। তাই কিছুটা হলেও মন খারাপ বাঙালিসহ গোটা বিশ্ববাসীর। পান্তা, ভর্তা বা ইলিশ, আপামর বাঙালির পাতেও পড়েছ ভাটা। সবমিলিয়ে নববর্ষের সেই আনন্দ এখন অধরা। বাঙালির নববর্ষ মানে, পরিবারের সকলে একত্রিত হয়ে খাওয়া-দাওয়া ও আনন্দে ভরা এক দারুণ অনুষ্ঠান। রমনা অভিমুখে ঢল, মঙ্গল শোভাযাত্রা হরেক রকম মেলা দেশজুড়ে।
ঘরের বাইরে যাব না, থাকব ঘরে, পরিজনের সাথে কাটাব সন্ধ্যা রাত বেলা। আপনজনের সাথে মেতে উঠে কেটে যাবে পয়লা বৈশাখর দিনটা।
এই দুর্যোগের সময় সবকিছুই যেন এখন অতীত। এখন দূর থেকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করাই একমাত্র উপায়। তাই মন খারাপ না করে ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করেই পাঠিয়ে দিন নববর্ষের শুভেচ্ছা। মনের মতো কিছু শুভেচ্ছা বার্তা, যা আপনি অনায়াসেই পাঠাতে পারেন আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন এবং বাড়ির সকলকে।
শুভ নববর্ষ