সম্প্রতি মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ ছবির একটি গানে কণ্ঠ দিলেন হৃদয় খান। ‘মনে থাকে মনের মানুষ’ শিরোনামে গানটি লিখেছেন মীর সাব্বির। গানের সুর ও সংগীত করেছেন হৃদয় খান নিজেই।
দীর্ঘদিন পর চলচ্চিত্রে গান গাওয়া প্রসঙ্গে হৃদয় খান জানান, ‘আমি চলচ্চিত্রে গান করতে চাই না, তা না। আমি যে ধরনের গান করি ও গাই, চলচ্চিত্রে সে ধরনের গান কম থাকে। তা ছাড়া কয়েক বছর ধরে চলচ্চিত্র নির্মাণও কম হচ্ছে। ফলে গানের সংখ্যাও কমেছে।’
প্রথমবার গান লিখলেন হৃদয় খান। ‘ভাবনা’ গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন ক্লোজআপ তারকা লিজা। সম্প্রতি হৃদয় খানের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। হৃদয় খান বলেন, ‘এর আগে দুয়েক লাইন লিখেছি, কিন্তু পুরো গান এবারই প্রথম। আমার লেখা আরেকটি গানও সামনে তৈরি করব। ধীরে ধীরে গান লেখার প্রতি আগ্রহ বাড়ছে।’