কে তুমি…..????
…………………..
টমঃ গুরু, আমি কী একটা জরুরী প্রশ্ন করতে পারি ?
করোনাঃ বলো কী জানতে চাও !!
টমঃ—কে তুমি ???
করোনাঃ এখনো কী বুঝতে বাকি আছে, কে আমি ৷
আমিই অদৃশ্য এক সুপার পাওয়ার ৷!
টমঃ নিজেকে সুপার পাওয়ার বলছো কেন ?
করোনাঃ তোমাদের সুপার পাওয়ার যদি বলতো
“১ঘন্টার জন্য সারা পৃথিবীকে লকডাউন করতে হবে”
তবে কী কোন দেশ তা মানতো ? অথচ অদৃশ্য এই
আমি লকডাউন করে দিয়েছি যারা পৃথিবীকে ৷
টমঃ তবে কেন এতো মৃত্যু ?
করোনাঃ মৃত্যুর কথা ভুলেই গিয়েছিল এই ধরিত্রির মানুষ, রোগ দিয়েছি কিন্তু ঔষুধ নাই৷ কী ভয়ানক চিন্তা করেছো৷ আর মানুষ কেবল মৃত্যুকেই ভয় পায় ৷
টমঃ কবে থামবে ?
করোনাঃ যখন তখন, আমিতো মালিকের হুকুমের দাস মাত্র৷ আর এই পৃথিবীর মালিকতো একজনই ৷
টমঃ তবে যে মানুষ বলে,ল্যাবে নাকি তোমার জন্ম ?
করোনাঃ মানব শিশুর জন্ম যদি হাসপাতালে হয় তবে আমার জন্ম না হয় ল্যাবেই ৷
টমঃ আমদের জন্য কিছু একটা বলো ?
করোনাঃ দেশে দেশে যুদ্ধ, মানব হত্যা, মিথ্যাচার, পাপাচার যখন মানুষ বন্ধ করবে তখনই আমি থামবো। এখন ভাবো—
নিজেকে নিয়ে ,ভালোবাস মানুষকে আর স্মরণ করো তোমার শ্রষ্ঠাকে যাঁর প্রার্থনার দুয়ার এখনো তোমার জন্য খোলা”…..৷
বিঃ দ্রঃ এটা একটা কাল্পনিক সাক্ষাৎকার৷ কোনো মানুষের মনে আঘাত দেয়ার জন্য নয় ৷
কার্টুন — সাঈদ খোন্দকার ৷০৭/০৪/২০২০
