ব্যান্ডদল শিরোনামহীনের অপ্রকাশিত গান ক্যাফেটেরিয়া পেরিয়ে মিউজিক ভিডিও আসছে নববর্ষে। দলটির প্রধান জিয়াউর রহমান গনমাধ্যমে জানিয়েছেন এ তথ্য। সম্প্রতি এর গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আশরাফ শিশির। বুয়েট ক্যাম্পাস ও দীপ্ত টিভির নিজস্ব স্টুডিওতে ভিডিওটির শুটিং হয়। যেখানে দেখা যায় স্মৃতিময় এক ক্যাফেটেরিয়ার গল্প।
নির্মাতা আশরাফ শিশির বলেন, ‘বৈশ্বিক মহামারির এই সময়ে অঘোষিত লকডাউনের

আগেই আমরা শুটিং এবং হোম কোয়ারেন্টিনে থেকে অনলাইনে নিয়মিত আলোচনার মাধ্যমে গানটির পোস্ট প্রোডাকশন শেষ করেছি। এই কঠিন সময়ে গানটি শ্রোতা-দর্শকদের জীবনের স্বর্ণালি সময়ের স্মৃতি মনে করিয়ে দেবে। এবারের নববর্ষে এটাই হোক সবার জন্য বিশেষ উপহার।’
এই কঠিন সময়ে গানটি শ্রোতা দর্শকদের জীবনের স্বর্ণালি সময়ের স্মৃতি মনে করিয়ে দেবে

গানটির কথা ও সুর করেছেন জিয়াউর রহমান জিয়া এবং অতিথি হিসেবে গিটার সলো বাজিয়েছেন অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট শিশির আহমেদ। সাউন্ড মিক্স করেছেন নয়েজ মাইনের শফিক এবং মাস্টার করেছেন রোমানো ইরাফিচ্চি (পোল্যান্ড)। জিয়াউর রহমানের চেলো এবং কাজী শাফিন আহমেদের সরোদ গানটিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেতা কাজী রাজু এবং বুয়েটের একদল শিক্ষার্থী। গানচিত্রটি ১৪ এপ্রিল উন্মুক্ত হচ্ছে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।