নাটকের মানুষ নাট্যকার মান্নান হীরা চলে গেলেন এ জগত ছেড়ে। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বুধবার বাসায় অসুস্থতা অনুভব করলে তাঁকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেবার পথে শেষনিশ্বাস ত্যাগ করেন। রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মান্নান হীরা পথনাটকের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন ধরে। আরণ্যক নাট্যদলের একনিষ্ঠ কর্মী ছিলেন। ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে মেহেরজান, ফুটপাত, রেফারী, বাংলার বাদশা, সুখদৈত্য, লাল জমিন, ক্ষুদিরামের দেশে, ফেরারী নিশান, আদাব, ঘুমের মানুষ, মৃগনাভি, শেকল, জননী বীরাঙ্গণা, মণিমুক্তা, একাত্তরের রাজকন্যা প্রভৃতি।