এনায়েত দাউদীর কবিতা
এক আত্মা
বহুদিন হয়নি পিয়া
বন্ধুত্বের রস ।
অপেক্ষার অন্তগুলো
বিষপানে আগ্রহী হলে ,
হাপিত্যেস বুক চিরে
বলকানো লহিত তরলে লয়
টগবগিয়ে ওঠা বাষ্পের ঘ্রাণ ।
উড়ে উড়ে দেশ বৈদেশে খোঁজে
মধুমাখা কৈশোর সন্ধি ,
কত বেলা হয়নি দেখা
মেলেনি হাত ।
যেখানেই থাকো একাকি নওতো তুমি
এখনও সেই মন্ত্র ,
ওষ্ঠেপৃষ্ঠে লেগে আছে ।
বন্ধু এক আত্মা
ভিন্ন দেহ মাত্র ।
……………………এনায়েত দাউদী
