বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশান ( বিওএমএ ) সাধারন সভায় ড. মোঃ আব্দুর রহিম খান , পিপিএম কে ৫ম মেয়াদে সভাপতি ও মোহাম্মদ লুৎফুর রহমান কে সাধারন সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় ।
সংগঠনের বনানীর স্হায়ী কার্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিওএমএ এর চতুর্থ মেয়াদের সফল সভাপতি, বিশিষ্ট মানবাধিকার ব্যাক্তিত্ব, বাংলাদেশ পুলিশের সাবেক অতিঃ আইজিপি এবং bdnewsdesk এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ড. মোঃ আব্দুর রহিম খান, পিপিএম ।

সভায় ggn24.com সম্পাদক ও shonarbangla.tv র ব্যবস্হাপনা পরিচালক এবং বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশান (বিওএমএ) এর নবনিযুক্ত সাধারন সম্পাদক ও চতুর্থ মেয়াদের সফল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন রফিক আহমেদ মুফদি (মুফদি আহমেদ ), কাজী চপল , তাওহীদুল ইসলাম খান, মুশফিকুর রহমান, সি, কে সরকার, রবিউল ইসলাম সোহেল, হুমায়ুুন মুজিব, মো: ইউসুফ আলী বাচ্চু প্রমুখ ।
নবনিযুক্ত কার্যকরী কমিটির সদস্যরা হলেন যথাক্রমে-
১) ড. মো: আব্দুর রহিম খান . পিপিএম (সাবেক আইজিপি ) সভাপতি
২) রফিক আহমেদ মুফদি (মুফদি আহমেদ ) সহ-সভাপতি
৩) মুশফিকুর রহমান সহ-সভাপতি
৪) সি.কে সরকার সহ-সভাপতি
৫) রবিউল ইসলাম সোহেল সহ-সভাপতি
৬) মোহাম্মদ লুৎফুর রহমান সাধারন সম্পাদক
৭) হুমায়ুুন মুজিব যুগ্ন সাধারন সম্পাদক
৮) মো: ইউসুফ আলী বাচ্চু যুগ্ন সাধারন সম্পাদক
৯) তাওহীদুল ইসলাম খান অর্থ সম্পাদক
১০) এ আল মামুন সহ-অর্থ সম্পাদক
১১) কাজী চপল সাংগঠনিক সম্পাদক
১২) মনিরুল ইসলাম রিপন সহ সাংগঠনিক সম্পাদক
১৩) ইঞ্জিঃ রুবেল রানা আইটি সম্পাদক
১৪) আসাদুজ্জামান আসাদ দপ্তর সম্পাদক
১৫) তামান্না সুলতানা মহিলা সম্পাদিকা
১৬) জেসমিন জাহান লোপা সহ মহিলা সম্পাদিকা
১৭) মো: আতিকুর রহমান নির্বাহী সদস্য
১৮) আঃ রকিব সরদার বাবুল নির্বাহী সদস্য
১৯) ডাঃ লামিসা রহমান আহনা নির্বাহী সদস্য
২০) তৌহিদ আহমেদ নির্বাহী সদস্য
২১) কানিজ ফাতেমা তৃনা নির্বাহী সদস্য