করোনাভাইরাস মোকাবেলায় সর্বস্তরের মানুষকে সঠিক নির্দেশনা মেনে চলার আহবান জানিয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতারা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনের সমূহের এক যৌথ বিবৃতিতে তারা বলেন – বিপন্ন মানুষের পাশে দাঁড়ান
বিশ্ব আজ করোনা ভাইরাসে বিপর্যস্থ। এর ঢেউ বাংলাদেশেও এসে পৌঁছেছে। উদ্ভূত পরিস্থিতিতে করোনা প্রতিরোধে সরকার ও স্বাস্থ মন্ত্রণালয়ের সকল নির্দেশনা পুরোপুরি মেনে চলার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাই। মনে রাখতে হবে সচেতনতাই এই রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে।
জাতীর এই ক্রান্তিকালে আমরা দেশের সকল ধারার সংস্কৃতিকর্মীদের নিকট উদাত্ত আহবান জানাই নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করে স্ব-স্ব অবস্থান থেকে আসুন বিপন্ন মানুষের পাশে দাঁড়াই, গরীব ও দুস্থ মানুষদের সহায়তায় এগিয়ে আসি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ আঁধার কাটিয়ে উঠবোই।
বিবৃতিদাতাগণ
গোলাম কুদ্দুছ – সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট
হাসান আরিফ – সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট
লিয়াকত আলী লাকী – চেয়ারম্যান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান
কামাল বায়েজীদ – সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান
আসাদুজ্জামান নূর, এমপি – সভাপতি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
আহকামউল্লাহ – সাধারণ সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
ড. মুহাম্মদ সামাদ – সভাপতি, জাতীয় কবিতা পরিষদ
তারিক সুজাত – সাধারণ সম্পাদক, জাতীয় কবিতা পরিষদ
মান্নান হীরা – সভাপতি, বাংলাদেশ পথনাটক পরিষদ
আহাম্মেদ গিয়াস – সাধারণ সম্পাদক, বাংলাদেশ পথনাটক পরিষদ
ফকির আলমগীর – সভাপতি, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ
মানজারুল ইসলাম চৌধুরী সুইট – সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ
মিনু হক – সভাপতি, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা
শেখ মাহফুজুর রহমান – সাধারণ সম্পাদক, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা
জামাল আহমেদ – সভাপতি, বাংলাদেশ চারুশিল্পী সংসদ
কামাল পাশা চৌধুরী – সাধারণ সম্পাদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ
নাসির উদ্দিন ইউসুফ – সভাপতি, আইটিআই বাংলাদেশ কেন্দ্র
দেবপ্রসাদ দেবনাথ – সাধারণ সম্পাদক, আইটিআই বাংলাদেশ কেন্দ্র।