হাসান তারেকের কবিতা
তোমাকে একদিন স্পর্শ করব
যেদিন থিয়েটারে আলো জ্বলে উঠবে
যেদিন তোমার হাঁসের পালকের মতো
নরম হাতে প্রাণ ফিরে আসবে।
যেদিন কোয়ারিন্টনে সব দরজা খুলে যাবে
যেদিন তুমি তুলে ফেলবে সব লকডাউনের বেড়া।
পাখিরা খাঁচা ভেঙে ফিরে যাবে শস্য জমিনে
আকাশের সীমানায় বাসা বাঁধবেনা কালোধোঁয়া
সবুজ পাতা হলুদ হবেনা
অকালে জলের কোলে খেলা করবে মৎস্য শিশু
সেই দিন! সেই দিন দুরে নয় জীবনের হবে জয়
তারপর, তোমাকে আমি স্পর্শ করব
সব মানুষের ভিড়ে।
তোমাকে আমি স্পর্শ করব
সাদা কালো মিলে তোমাকে আমি স্পর্শ করব
পরমাণু অস্ত্র ফেলে তোমাকে আমি স্পর্শ করব
রাম রহিমের গন্ধ ঝেড়ে তোমাকে আমি স্পর্শ করব
ডারউইনে বিবর্তনের ত্বত্ত্বে তোমাকে আমি স্পর্শ করব
নিউটনের তৃতীয় সুত্রে তোমাকে আমি স্পর্শ করব
কালমার্কসের মন্ত্রে তোমাকে আমি স্পর্শ করব
রবীন্দ্রনাথের ছন্দে
আমি তোমার সঙ্গে বেধেঁছি আমার প্রাণ।