Categories
নিউজ

অনন্তকে লেখা একখানি পত্র

মাধব রুদ্রের কবিতা

অনন্তকে লেখা একখানি পত্র
————————————–
প্রিয় ‘অনন্ত’,
বিশ্বাস কর তুই –
আজকাল রোদ্দুরে যেতে ইচ্ছে করে না।
তপ্ত হাওয়ায় গা পুড়ে যায়। প্রচণ্ড আলোয় চারপাশের কুৎসিত মুখগুলো ক্রমশঃ প্রকট হয়ে ওঠে আমার দৃষ্টি সীমানায়। অসংখ্য খিস্তি-খেউড়ে আমি অস্থির হয়ে যাই। আমার মাথা ঘুরতে ঘুরতে ভো-কাট্টা ঘুড়ির মত এপাশ-ওপাশ দুল্‌তে থাকে। ইচ্ছে করে দৌড়ে পালাই।
এভাবে কি বাঁচা যায়, তুই বল্‌ অনন্ত ?
সারাটা সময় বদ্ধ ঘরে; নিয়ন আলোর নিচে মুখ লুকিয়ে থাকতে থাকতে দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে। ভাল করে আজকাল- সকাল দেখি না, দুপুর দেখি না, বিকেলের রোদ দেখি না, উঠোন দেখি না- উঠোনে দাঁড়িয়ে আকাশ দেখি না
অদ্ভুত খাঁচার মধ্যে
অদ্ভুত স্বাধীনতা—–
একে কি জীবন বলে, অনন্ত –
তুই বল ?
—————————
 মাধব রুদ্র